ফ্রান্স শিবিরে ভীতি ছড়াচ্ছে মরক্কো
<![CDATA[
দ্বিতীয় হাফেও বল দখলে এগিয়ে মরক্কো। তবে এখনও গোল করতে ব্যর্থ আফ্রিকান দলটি। এখন ৬৯ মিনিটের খেলা চলছে। ফ্রান্স এগিয়ে আছে ১-০ গোলে।
দ্বিতীয় হাফেও বল দখলে এগিয়ে আছে মরক্কো। তাদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে ফ্রান্স। ম্যাচের ৪৮ মিনিটে এমবাপ্পে ডি বক্সে ঢুকে যান, তবে সেখানে কাউকে না পাওয়ায় বলটা চলে যায় ডি-বক্সের বাইরে।
৫৪ মিনিটে দুর্দান্ত এক সুযোগ পেয়েছিল মরক্কো। তবে কোনাটের দারুণ ডিফেন্ডে বেঁচে যায় ফ্রান্স। এরপর বারবার ডি-বক্সে ঢুকে ফরাসি ডিফেন্ডারদের বুকে ভয় জাগিয়ে দিলেও গোল করতে পারেনি মরক্কো।
আরও পড়ুন: মরক্কোর সমর্থনে মাঠে ওজিল
এর আগে ম্যাচের পাঁচ মিনিটে দলকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্দেজ। এরপরই ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় মরক্কো। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রেখে আক্রমণের হার বাড়িয়ে ফ্রান্সকে চাপে রাখছে আফ্রিকান দলটি। কিন্তু ডি-বক্সের ভেতরে ভালো পাস না দিতে পারায় বারবার ব্যর্থ হয় মরক্কো।
]]>




