ঘন কুয়াশা: মাঝ পদ্মায় ৫ ফেরি আটকা
<![CDATA[
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ পদ্মায় ৮০টি যানবাহন নিয়ে ছোট-বড় পাঁচটি ফেরি আটকা পড়েছে।
বৃহস্পতিাবর (১৫ ডিসেম্বর) ভোর ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
ঘাট কর্তৃপক্ষ জানায়, নৌরুটে রাত ২টা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এতে নৌরুটের চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।
এদিকে ৮০টি ছোট-বড় যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে হাসনা-হেনা, পরাণ, এনায়েতপুরী, রজনীগন্ধা, ফরিদপুরী নামের পাঁচটি ফেরি। এতে উভয় ঘাট এলাকায় আটকে পড়েছে ছোট-বড় তিন শাতাধিক যানবাহন। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীসংখ্যা ঘাট এলাকায় বাড়ছে।
আরও পড়ুন: শিমুলিয়া-মাঝিরকান্দিতে অনির্দিষ্টকাল ফেরি বন্ধ
ঢাকা থেকে আসা নাদিম নামে এক যাত্রী জানান, শীতের সময় প্রায়ই আমাদের এ দুর্ভোগে পড়তে হয়। আজও একই অবস্থা। মা অসুস্থ তাই দেখতে যাচ্ছি। গিয়ে মাকে মনে হয় জীবিত পাব না।
ইকবাল এসেছেন কাঁচা মালামাল নিয়ে; তিনি জানান, দীর্ঘ সময়ে চিন্তার ভাঁজ বাড়ছে। ট্রাকের কাঁচামাল নষ্ট হলে ডেমারেজ দিতে হবে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের টিএ মো. হারুন মিয়া বলেন, এ বছর মধ্যে আজ কুয়াশার মাত্রা বেশি। এতে ১০ মিটারের বেশি দেখা যাচ্ছে না। কুয়াশার মাত্রা কমলেই আমরা ফেরি চলাচল স্বাভাবিক হবে।
]]>