ফ্রান্সের হয়ে আড়ালে থেকে আলো ছড়াচ্ছেন যিনি
<![CDATA[
ফ্রান্সের কথা বলতে গেলে প্রথমেই বলা হয় কিলিয়ান এমবাপ্পের নাম। বলবেই না কেন, কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল দিয়ে ‘গোল্ডেন বুট’ জয়ে এগিয়ে আছেন তিনি। কিন্তু এই এমবাপ্পে বা ফরাসি খেলোয়াড়দের যিনি বল বানিয়ে দিচ্ছেন তিনি সবার আড়ালে চলে যাচ্ছেন। তিনি হচ্ছেন অ্যান্টোইন গ্রিজম্যান। চলতি বিশ্বকাপে ফ্রান্স দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি।
২০১৮ বিশ্বকাপ জয়ে ফ্রান্সের হয়ে বড় ভূমিকা রেখেছিলেন পল পগবা এবং এনগোলো কন্তে। কিন্তু রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি গোল করেছিলেন গ্রিজম্যান। তখন আড়ালে থেকে দলকে বিশ্বকাপ জেতাতে সহায়তা করেছিলেন ফ্রান্সের এই ‘ডাবল পিভট’। এবারের বিশ্বকাপেও এমনই হচ্ছে। সবার নজরের বাইরে থেকে দলকে ফাইনালে আনতে সহায়তা করেছেন অ্যান্টোইন গ্রিজম্যান।
আরও পড়ুন: ইতিহাস বলছে, চ্যাম্পিয়ন হবে ফ্রান্স
কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে কোনো গোল পাননি গ্রিজম্যান। তিউনিসিয়ার বিপক্ষে জালে বল পাঠালেও ভিএআরে সেটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। তবে ফাইনালের আগে গ্রিজম্যানের ৩ অ্যাসিস্ট কেইন, মেসি ও ব্রুনো ফের্নান্দেসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গ্রিজম্যানের। তার অ্যাসিস্ট থেকেই গোল দুটি করেন চুয়ামেনি ও অলিভিয়ের জিরুদ।
সেমিতেও জ্বলে উঠেছেন গ্রিজম্যান। যদিও গোল বা অ্যাসিস্ট কিছুই করেননি তিনি। তবে ম্যাচে বেশকিছু কি পাস এবং বেশকিছু সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি। তাতেই ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে। এখন ফাইনালে গ্রিজম্যানের জ্বলে ওঠার পালা।
গ্রিজম্যান এই বিশ্বকাপে মিডফিল্ড পজিশনে খেলেছেন। তাকে এই পজিশনে খেলানোর পেছনে বেশ বড় ভূমিকা রেখেছেন কোচ দেশম। গ্রিজম্যানকে নতুন ভূমিকা খেলানো নিয়ে দেশম বলেন, ‘তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করি আমি। তার পক্ষ থেকে কোনো সমস্যা নেই। কারণ, সে এতটাই নিঃস্বার্থ মানসিকতার যে, বল স্পর্শ করা ও পাস দেয়া- দুটো বিষয়ই সে উপভোগ করে।’
এদিকে নতুন পজিশনে খেলতে পেরে বেশ উচ্ছ্বসিত গ্রিজম্যান। এই কৃতজ্ঞতা দিয়েছেন কোচ দেশমকে। গ্রিজম্যান বলেন, ‘এই নতুন ভূমিকায় আমি পুরোপুরি স্বাধীন। এখানে আমি অবশ্যই ডিফেন্স ও আক্রমণভাগের মাঝে যোগসূত্র হতে পারি। আমার সামনে তিন খেলোয়াড় আছে। তাই বিকল্পও বেশি। কাজটা তাই আমার জন্য সহজ।’
আরও পড়ুন: এমবাপ্পের সেই বিতর্কিত মন্তব্যের শোধ তুলতে পারবে আর্জেন্টিনা?
৩১ বছর বয়সী গ্রিজম্যান ২০১৪ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ১১৬ ম্যাচ খেলে ৪২ গোল করেছেন। তার চেয়ে বেশি গোল আছে কেবল থিয়েরি অঁরি (৫১) এবং অলিভিয়ের জিরুদের (৫৩)। এ ছাড়াও, গ্রিজম্যানের ২৮ অ্যাসিস্ট দেশের রেকর্ড।
]]>