খেলা

অনুশীলনে আর্জেন্টিনা, অস্বস্তিতে ফরাসি শিবির

<![CDATA[

আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ফুরাবে, নাকি সেই প্রহর আরও দীর্ঘায়িত করে টানা দ্বিতীয় বিশ্বকাপ মুকুট মাথায় তুলবে ফ্রান্স। এই প্রশ্নের জবাব মিলবে আরও দুদিন পর। তবে মহারণের আগে বিশ্রামে না কাটিয়ে অনুশীলন করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, ফ্রান্স দিনটা কাটিয়েছে বিশ্রামে। যদিও ঠান্ডায় আক্রান্ত হয়েছেন ফরাসিদের কয়েকজন ফুটবলার।

পুরো আর্জেন্টিনা দল একপাশে। অন্যদিকে লিওনেল মেসি। তা-ও বোধ হয় লিওর পাল্লাই ভারী হবে। গোটা বিশ্বকাপে যেভাবে দলকে টেনে তুলছেন ম্যাজিকম্যান, সেই মোহে বিশ্ব ফুটবল মোহিত। তবে স্তুতি শুধু এখন আর মেসিকেন্দ্রিক নয়! ফরোয়ার্ড লাইনে তাদের তরুণ তুর্কি হুলিয়ান আলভারেজকেও দিতে হবে আলাদা গুরুত্ব।

 

গ্যাব্রিয়েল বাতিস্তুতার পর একটা পারফেক্ট নাম্বার নাইনের খোঁজে কত দিনের অপেক্ষা আলবিসেলেস্তেদের। প্রতিভা নিয়ে অনেকেই এসেছেন আবার ডুবিয়েও গেছেন। সেই শূন্যতা এবার ঘুচিয়েছেন ম্যান সিটি ফরোয়ার্ড। তার ক্লিয়ার ফিনিশিং এরই মধ্যে দৃষ্টি কেড়েছে সবার। এ ছাড়াও ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজদের মতো তরুণরা ভক্তদের করছে স্বপ্নবাজ। যদিও ফ্রেঞ্চ ম্যাচে আনহেল ডি মারিয়ার ভাগ্যে কী ঘটবে তা এখনও ধোঁয়াশায়।

আরও পড়ুন: যে কারণে মেসিদের ভয় পাচ্ছে না ফ্রান্স

মেসির মতোই এবারের বিশ্বকাপে চমক উপহার দিচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি। প্রতি ম্যাচেই নতুন কৌশল দিয়ে দলকে উঠিয়েছেন ফাইনালের মঞ্চে। ফ্রান্সের বিপক্ষে আবারও মাস্টার স্ট্রোকের অপেক্ষায় মাস্টারমাইন্ড।

গেল বিশ্বকাপে আর্জেন্টিনাকে একপ্রকার উড়িয়েই দিয়েছিল ফ্রান্স। তবে সেই দলের সঙ্গে এবারের দলটার বিস্তর ফারাক মানছেন দিদিয়ের দেশম। ইনজুরির কারণে খর্ব শক্তির দল নিয়েও ব্লুদের তিনি নিয়েছেন ফাইনালে। আরও একটা ধাপ পার করলেই জন্ম নেবে ইতিহাস।

আরও পড়ুন: এমবাপ্পের সামনে যেসব সম্ভাবনার হাতছানি

টানা দুই বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ফ্রান্স। তবে টিম কম্বিনেশন নিয়ে তাদের ভাবতে হচ্ছে বেশ। আক্রমণভাগ তাদের তারকাখচিত হলেও মাঝমাঠে কান্তে-পগবার অভাব স্পষ্ট। একই সঙ্গে ডিফেন্সটাও খুব আস্থা জোগাতে পারছে না। সব মিলিয়ে মহারণ নিয়ে কিছুটা বিপাকে তো অবশ্যই লেস ব্লুজ! তার ওপর ঠান্ডায় দলের একাধিক ফুটবলার আক্রান্ত হওয়ায় তৈরি হয়েছে চরম অস্বস্তি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!