বাংলাদেশ

৩ বছর পর নতুন নিয়মে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ: ফিফা

<![CDATA[

পর্দা নামার দ্বারপ্রান্তে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ২২তম আসর। কাতার বিশ্বকাপের শিরোপা কে জিতবে, তা নিয়ে চলছে উন্মাদনা। এরমধ্যেই ক্লাব বিশ্বকাপ নিয়ে বড়সড় সিন্ধান্ত জানিয়ে দিলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

বিশ্বকাপের ধাঁচে ২০২৫ সালে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। কাউন্সিলের বৈঠকের পর শুক্রবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

 

ক্লাব বিশ্বকাপ প্রতিবছরই হয়। কিন্তু সেটা ছোট আকারে। গত ১৫টি মৌসুমে সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হয় ক্লাব বিশ্বকাপ। সব মহাদেশের চ্যাম্পিয়ন দলকে নিয়ে মাত্র কয়েক দিনের সেই টুর্নামেন্ট নিয়ে তেমন উন্মাদনা দেখা যায় না।

তাই ক্লাব বিশ্বকাপকে জনপ্রিয় করতে সম্প্রতি শোনা যাচ্ছিল, টুর্নামেন্টের আকার বাড়িয়ে ২৪ দলে উন্নীত করা হবে। এবার সেটাকে আরও বড় করে ৩২ দলের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিলো ফিফা। 

আরও পড়ুন: বিশ্বকাপ না জিতলেও মেসি জীবন্ত কিংবদন্তি: কারেম্বু

কাতারে সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জানিয়েছেন, ২০২৫ সালে নতুন ফিফা ক্লাব বিশ্বকাপ হবে ৩২ দলের। তাতে এটাও বিশ্বকাপের মতোই টুর্নামেন্টে পরিণত হবে। এই টুর্নামেন্ট সফল হলে বিশ্বকাপের মতেই ৪ বছর অন্তর অন্তর এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে।

ইনফান্তিনো আরও জানান, ইউরোপের সেরা ৮টি দলকে আমন্ত্রণ জানানো হবে। অন্য কোনো মহাদেশের কটি করে দেশ খেলবে, সেটা এখনও পরিষ্কার না।

আরও পড়ুন: মেসি না এমবাপ্পে, গোল্ডেন বুট জিতবেন কে?

মরক্কোয় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। প্রতিযোগিতাটি সাধারণত ডিসেম্বরে হলেও এবার হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!