বাংলাদেশ

কাতার বিশ্বকাপ ইতিহাসের সেরা আসর কেন, জানালেন ফিফা সভাপতি

<![CDATA[

কাতার বিশ্বকাপকে ইতিহাসের সেরা বিশ্বকাপ বলে অ্যাখ্যা দিলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবারের আসরে প্রথমবারের মতো নারী রেফারি দিয়ে সফলভাবে পরিচালিত হয়েছে ম্যাচ। শুধু তাই নয়, প্রথমবারের মতো প্রতিটি মহাদেশ থেকে দল উঠেছিল নকআউট স্টেজে। এছাড়াও, বিশ্বকাপ উপলক্ষে কাতারের এতসব আয়োজন ও নিরাপত্তা ছাপিয়ে গেছে যেকোনোবারের কর্মযজ্ঞকে।

কত নতুনের সূচনা করেছে কাতার বিশ্বকাপ। কত ইতিহাস রচনা করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এমন আসর কখনোই দেখেনি ফুটবল বিশ্ব। পশ্চিমাদের সব ধরনের সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফাইনালের পথে কাতার বিশ্বকাপ।

 

এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে পাওয়ার হাউজ খ্যাত দলগুলোরও ঝড়ে পড়ার ঘটনা ঘটেছে। আবার ছিল মুদ্রার উলটো পিঠও। ইতিহাসে যে দল কখনো দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পেরোতে পারেনি, তারাও পৌঁছেছে সেমিতে। এবারের আসরকে তাই সেরা আসর মনে করছেন ফিফা প্রেসিডেন্ট।

জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে ছোট বড় কোনো দল ভেদাভেদ নেই। নকআউট পর্বে প্রতিটি মহাদেশ থেকে দলগুলো জায়গা করে নিয়েছে। যা সত্যিই রোমাঞ্চিত করেছে বিশ্ব ফুটবলকে। এছাড়াও, কাতার এবারের বিশ্বকাপে যা করে দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এবার শুধু বিশ্বকাপ সুষ্ঠুভাবে শেষ হওয়ার অপেক্ষা।’

আরও পড়ুন: বিশ্বস্ত সতীর্থই মেসির প্রতিপক্ষ

এদিকে, মরুর বুকে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের সব আয়োজন মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। ইতিহাস রচনা করে সূচনা হলো নারী রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার মতো ঘটনাও। শুধু তাই নয়, বিশ্বকাপে নারীদের স্বক্রিয় অংশগ্রহণ আর নিশ্ছিদ্র নিরাপত্তা ছাপিয়ে গেছে যেকোনোবারের অভিজ্ঞতাকে।

আরও পড়ুন: বিশ্বকাপ জিতলেও উৎসব হবে না স্ক্যালোনির গ্রামে

ফিফা সভাপতি বলেন, ‘কাতার বিশ্বকাপের মাধ্যমে উন্মোচন হলো বিশ্বকাপের নতুন দ্বার। নারী রেফারিদের দিয়ে সুষ্ঠুভাবে ম্যাচ পরিচালনার বিষয়টি সাড়া ফেলেছে বিশ্ব দরবারে। আগত দর্শকরা নিরাপত্তা ও সব ধরনের আয়োজনে মুগ্ধ।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!