খেলা

'কোপাতে বলা হয়েছিল ফেবারিট ব্রাজিল, এখন বলা হচ্ছে ফেবারিট ফ্রান্স'

<![CDATA[

এমিলিয়ানো মার্টিনেজের ক্যারিয়ারটা রোমাঞ্চকর সিনেমার চেয়ে কম কীসের! বছর তিনেক আগেও ক্লাবের একাদশে জায়গা পেতে সংগ্রাম করছিলেন এই আর্জেন্টাইন। অথচ সময়ের ব্যবধানে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া থেকে মাত্র একধাপ দূরে তিনি। রোববার (১৮ ডিসেম্বর) ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তিনি আর্জেন্টিনার অন্যতম স্বপ্নসারথি। প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে গোলপোস্ট সামলানোর আগে জানিয়েছেন ফাইনালের লড়াইয়ে অনেকেই ফ্রান্সকে এগিয়ে রাখলেও তিনি ভাবছেন ভিন্ন কিছু।

২০২০ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই উড়ছেন এমি মার্টিনেজ। গোলপোস্টে জায়গাটা পাকা হওয়ার বছর না ঘুরতে ২০২১ সালে জিতেছেন কোপা আমেরিকার শিরোপা। ১৯৯৩ সালের পর যা আর্জেন্টিনার প্রথম কোন শিরোপা।

২৮ বছরের মধ্যে আর্জেন্টিনার সে শিরোপা জয়ের পেছনে বড় অবদান এমির। দারুণ নৈপুণ্য দেখিয়ে হয়েছিলেন আসরের সেরা গোলরক্ষক। অথচ ব্রাজিলের মাটিতে হওয়া সেই টুর্নামেন্টে অধিকাংশের মতে ফেবারিট ছিল স্বাগতিকরা। তবে ফাইনালে এমির দৃঢ়তায় ১-০ গোলে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।

আরও পড়ুন:ফ্রান্সকে আটকানোর পরিকল্পনা প্রস্তুত স্ক্যালোনির

কোপা আমেরিকার মতো কাতার বিশ্বকাপের ফাইনালেও ফেবারিট হিসেবে অধিকাংশের মুখে ফ্রান্সের নাম। এমির মতে ফ্রান্স বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়াতেই তাদের এগিয়ে রাখছে লোকে।

বিশ্বকাপ ফাইনালের আগেরদিন সংবাদ সম্মেলনে এমি বলেন, ‘ব্রাজিলের মারাকানাতে ফাইনালে ব্রাজিলকেই ফেবারিট বলেছিল সবাই, এবার বলছে ফ্রান্সকে। এটা আমাদের জন্য সুবিধাজনকই বলা যায় তবে আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় আছে।’

 

ফ্রান্সকে অবশ্য কঠিন প্রতিপক্ষ মানছেন এমি। তার চোখে এমবাপ্পে অসাধারণ এক ফুটবলার। তবে নিজেদের ওপর আস্থা রাখছেন তিনি। সেই সঙ্গে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবেন বলে  জানান অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।

তিনি বলেন, ‘আমরা তাদের খেলা দেখেছি, তারা আমাদের চরম প্রতিপক্ষও বটে। এমবাপে অসাধারণ একজন ফুটবলার, তাদের দলটাও দারুণ। আমরা জানি সে সামনাসামনি কতটা ভয়ঙ্কর। আমরা আমাদের খেলাটাই খেলবো।’

আরও পড়ুন:ফাইনালের লড়াইটা মার্টিনেজ-লরিসেরও

আর্জেন্টিনার এই দলটার প্রাণ নিঃসন্দেহে লিওনেল মেসি। অধিনায়কের জন্য নিজের সর্বস্ব বাজি ধরতেও রাজি এমি। কোপা আমেরিকায় সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মেসি বিশ্বকাপে আরও দারুণ খেলছেন বলে মনে করেন তিনি।

এমি বলেন, ‘আমি তাকে অন্য আর্জেন্টাইনদের মতই সুখী দেখছি। আমি কোপা আমেরিকাতে অসাধারণ মেসিকে দেখেছিলাম, এবার বিশ্বকাপে তার চেয়েও অসাধারণ খেলছেন তিনি। তাকে বেশ উপভোগ করতে দেখছি যা দলের জন্য ভালো।’ 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!