কিশোরগঞ্জে পুলিশবাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
<![CDATA[
কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইনের ড্রিল শেডে পুলিশে চাকরি করতেন এমন ৩৫ জন মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান ও সশস্ত্র যুদ্ধের কথা তুলে ধরে বলেন, হানাদার বাহিনী একাত্তরের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইটের অংশ হিসেবে রাজারবাগ আক্রমণ করে। তখন পুলিশবাহিনী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। প্রথম সশস্ত্র যুদ্ধ রাজারবাগ থেকেই শুরু হয়েছিল।
অনুষ্ঠানে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
আরও পড়ুন: কলাপাড়ায় ১৩৩ মুক্তিযোদ্ধা-শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
এ উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন ডিবি প্রধান ডিআইজি মো. হারুনর রশীদ, জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ আফজল, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ জামালুর রহমান, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মো. আসাদউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার, মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা চেম্বারের সাবেক সভাপতি বাদল রহমান, মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, বৌলাই ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, মোস্তফা কামাল প্রমুখ।
]]>




