চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১
<![CDATA[
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাগর আলি (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে আলমডাঙ্গার জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর আলি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের মেজর আলির ছেলে।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রোববার দুপুরে সাগর ও সবুজ দুই বন্ধু মিলে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া দৌলতপুর থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যক্তিগত কাজে আসেন। কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আলমডাঙ্গার জগন্নাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নিলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মরদেহ থানায় আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
]]>