বাংলাদেশ
গাজীপুরে কার্টনের গুদামে আগুন
<![CDATA[
গাজীপুরে একটি কার্টন গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় টঙ্গীর মিলগেইট এলাকার মহিউদ্দিন মিয়ার কার্টন গুদামে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় গুদামে থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি গুদাম মালিকের।
আরও পড়ুন: রান্না করতে গিয়ে আগুন লাগলে কী করবেন?
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আসে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
]]>




