খোলা বাসে মেসিদের রাজ্য জয়ের আনন্দ
<![CDATA[
বিশ্বকাপের শিরোপা জয়ের পর কাতারে যেন রাজকীয় সংবর্ধনা পেল আর্জেন্টিনা দল। লুসাইল স্টেডিয়াম থেকে খোলা বাসে ট্রফি হাতে জয় উদ্যাপন করেন লিওনেল মেসিরা। এ সময় রাস্তার দুপাশে ভিড় করেন হাজার হাজার সমর্থক।
ছবির মতো নয়, যেন ছবির চাইতেও বেশি সুন্দর। এ যেন সিগ্ধতার পরশ ছাড়ানো, হৃদয় নিংড়ানো, মুগ্ধতার কোনো জয়। তিন যুগ পর এল এমন মাহেন্দ্রক্ষণ। তাইতো উচ্ছ্বাস যেন বাঁধনহারা।
শুধু কি আর্জেন্টিনা, বিশ্বজুড়ে বিশেষ করে এশিয়ায় আলবিসেলেস্তেদের শতকোটি ভক্ত। তাইতো নিজে দেশে নয়, খোলা বাসে করে কাতারের রাস্তার দুইধারে মেসিদের রাজ্য জয়ের আনন্দ।
আরও পড়ুন: মেসি ‘ম্যাজিকম্যান’:ফোরলান
মারিয়া-মার্টিনেজরা আগলে রেখেছেন ট্রফি। যেন সাত রাজার ধন, এক মুহূর্তেও যাকে হাতছাড়া নয়। তাইতো স্টেডিয়াম থেকে টিম হোটেল, দূরত্ব হোক না যতই। ভালোবাসার কাছে সবি তো নস্যি।
প্রিয় খেলোয়াড়কে দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন হাজার হাজার সমর্থক। ইতিহাসের স্মরণীয় মুহূর্তকে করেন ফ্রেমবন্দি।
]]>