ছাগলনাইয়া ও ফুলগাজীতে মাদক ও চুরির মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাগলনাইয়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আনোয়ার হোসেন (৩১) ও মোটর সাইকেল চুরি মামরার আসামী মো. আবু তাহের ওরফে সাগরকে (২৫) মঙ্গলবার মধ্যরাতে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে তিনটি জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী সাইফুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আনোয়ার হোসেন ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের অমিদ আলী মুন্সী বাড়ীর আবুল কাশেমের ছেলে। মো. আবু তাহের ওরফে সাগর ছাগলনাইয়া উপজেলার দক্ষিন যশপুর গ্রামের আবুল কালামের ছেলে। সাইফুল ইসলাম ফুলগাজী উপজেলার পূর্ব বসন্তপুর কিল্লা দীঘি আর্মি বক্করের বাড়ির মো. এছহাকের ছেলে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে পাঠাননগর এলাকা থেকে জনৈক ব্যক্তির বসত ঘরের গ্রীল কেটে মোটর সাইকেল চুরির মামলার সন্ধিগ্ধ আসামী মো. আবু তাহের ওরফে সাগরকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এএনএম নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিআর-৫১৬/১৫, জিআর-১৮/১৮, জিআর-৫২/১৭ এর পলাতক আসামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




