বাংলাদেশ

কাতার বিশ্বকাপের ফাইনাল ছিল সবচেয়ে সেরা: পাপন

<![CDATA[

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমার দেখা বিশ্বকাপ ফাইনালের মধ্যে কাতার বিশ্বকাপের ফাইনাল ছিল সবচেয়ে সেরা।

সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২-এ শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিসিবি সভাপতি বলেন, গতকালকের (১৮ ডিসেম্বর) ফাইনাল ম্যাচ দেখতে আমার কাতার যাওয়ার কথা ছিল। কিন্তু নানা ব্যস্ততা ও বাংলাদেশ ভারতের চলমান সিরিজের জন্য যাওয়া হয়নি। তবে এখন অনেক আফসোস হচ্ছে কেন মাঠে গেলাম না। তাহলে সামনাসামনি বসে এই শ্বাসরুদ্ধকর ম্যাচটা দেখতে পারতাম।

আরও পড়ুন:উচ্ছ্বাসে ভাসল মেসির পরিবার, গান গাইলেন বাংলাতেও

তিনি বলেন, মস্কোতে হওয়া ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনাল আমি মাঠে বসে দেখেছিলাম। সেই ফাইনালের চেয়েও এবারের ফাইনাল অনেক বেশি জমজমাট ছিল। এর আরেকটি অন্যতম কারন আর্জেন্টিনার বিশ্বকাপ জয় ও মেসির মতো বিশ্বমানের একজন খেলোয়াড়ের হাতে বিশ্বকাপের ছোঁয়া।

পাপন বলেন, মেসি এমন একজন খেলোয়াড় যার হাতে  বিশ্বকাপ না উঠলে বিশ্বকাপেরই অপূর্ণতা থেকে যেত। একমাত্র এই বিশ্বকাপটাই পাওয়া বাকি ছিল এই কিংবদন্তি খেলোয়াড়ের। টানটান উত্তেজনাময় ফাইনালে সেই আশাও পূরণ হয়ে গেল।

 

বাংলাদেশের চলমান ভারত-বাংলাদেশের সিরিজের প্রথম টেস্ট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম টেস্ট নিয়ে আসলে আমার বলার কিছু নেই। তবে যদি বলতেই হয় তাহলে আমি জাকির হোসেনের কথা বলতে চাই। জাকির হোসেনের এটি ছিল প্রথম টেস্ট। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ। সেই প্রথম ম্যাচেই ভারতের মতো কঠিন শক্তিশালী একটি দলের সঙ্গে সে সেঞ্চুরি করলো, এটি খুবই অসাধারণ ব্যাপার।

আরও পড়ুন:ঢাকা টেস্টেও নেই তামিম, প্রথমবার দলে নাসুম

তিনি বলেন, ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে আসা দল। সেই ভারতের সঙ্গে ওপেন পজিশনে খেলাটা অনেক কঠিন ব্যাপার। সেখানে সে ভালো করেছে। তবে একটা ম্যাচে সেঞ্চুরি করলেই যে, সামনে আরও করবে তা কিন্তু নয়। কিন্তু আমি আশাবাদী জাকির ভালো খেলবে।

তিনি আরও বলেন, তবে প্রথম টেস্টে যাদের ওপর আমাদের আস্থা সবচেয়ে বেশি ছিল তাদের কাছে আমরা হতাশ হয়েছি। যেমন লিটন দাস, মুশফিক। ওরা তেমন ফল করতে পারেনি। সোহানও ব্যর্থ হয়েছে। যার কারনে আমরা ভালো ফল করতে পারিনি। আমার মনে হয়, আমরা প্রথম ইনিংস এ বাজে ব্যাটিং করায় ড্র করতে পারিনি। তা না হলে হয়তো আমরা প্রথম টেস্টটা ড্র করতে পারতাম।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!