বাংলাদেশকে ধন্যবাদ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের
<![CDATA[
ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বিশ্বকাপ নিয়ে বাংলাদেশিদের উন্মাদনার কথা এখন গোটা বিশ্বই জানে। বিশেষ করে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসায় রীতিমতো মুগ্ধ আর্জেন্টাইনরা। কাতার বিশ্বকাপ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হয়েছে খেলা। বাংলাদেশের মানুষের এ সমর্থনের কথা ঢালাওভাবে প্রচারিত হয়েছে আর্জেন্টাইন গণমাধ্যমে। বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।
বরাবরের মতো কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার সমর্থনে গলা ফাটিয়েছে বাংলাদেশি ফুটবল ভক্তরা। সারা দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখেছে সমর্থকরা। আর্জেন্টিনার হারে যেমন কেঁদেছে, তেমনি বিজয়ের পর বের করেছে আনন্দমিছিল। মেসি-ডি মারিয়াদের নিয়ে বাংলাদেশিদের এ উচ্ছ্বাস আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে তাতে আপ্লুত হয়ে পড়ে দক্ষিণ আমেরিকার দেশটির মানুষ।
বাংলাদেশের সমর্থনের প্রত্যুত্তরে তারা রাজধানী বুয়েন্স এইরেসে উড়িয়েছেন বাংলাদেশের পতাকা। শুধু তাই নয়, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনের প্রতিদানে আর্জেন্টাইনরা সমর্থন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। ভারতের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ জয়ের পর আর্জেন্টাইন ফুটবল ভক্তরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে।
আরও পড়ুন:উচ্ছ্বাসে ভাসল মেসির পরিবার, গান গাইলেন বাংলাতেও
বাংলাদেশের মানুষের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। এছাড়াও আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার অ্যাকাউন্ট থেকেও পোস্ট দেওয়া হয়েছিল বাংলাদেশকে নিয়ে।
রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের ২২তম আসরের ফাইনালে শ্বাসরুদ্ধকর খেলায় টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা ফুটবল দল টুইটারে ধন্যবাদ জানায় বাংলাদেশকে।
সে টুইটে লেখা হয়েছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। ধন্যবাদ কেরালা, ভারত ও পাকিস্তান। আপনাদের সমর্থন দুর্দান্ত ছিল।’
আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশের সমর্থকদের জয়ের উচ্ছ্বাস প্রকাশের একটি ভিডিও শেয়ার করা হয় আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার থেকে। সেখানেই বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানি সমর্থকদেরও ধন্যবাদ জানানো হয়। এমনকি বাদ পড়েনি ভারতের কেরালার রাজ্যের সমর্থকদেরও।
]]>




