বিনোদন

২৩ বছরে পেলের পাশে, ক্লোসার রেকর্ড ভাঙবেন এমবাপ্পে?

<![CDATA[

বয়স মাত্র ২৩। লিওনেল মেসির মতো ৩৫ বছর বয়স পর্যন্ত ফিট থাকতে পারলে আরও তিনটি বিশ্বকাপ খেলার সুযোগ কিলিয়ান এমবাপ্পের সামনে। ২০১৮ সালে বিশ্বমঞ্চে প্রথমবার খেলতে এসেই শিরোপার স্বাদ পাওয়া এমবাপ্পে হতাশ করেননি কাতারেও। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে দলকে টানা দ্বিতীয় শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। শেষ রক্ষা করতে না পারলেও বিশ্বকাপের রেকর্ডবুক তছনছ করার পূর্বাভাস দিয়ে গেলেন কাতারেই।

লুসাইলে গতকাল রোববার রাতের ফাইনালে সহজ জয়ের স্বপ্নই দেখছিল আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের সুবাস যখন মেসিরা পাচ্ছেন তখনই পাশার দান পাল্টে দেন এমবাপ্পে। ৫৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে হ্যাট্টট্রিক দেখে বিশ্ব। এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে হেরে টানা দ্বিতীয় শিরোপা জয়ের ইতিহাস গড়ার স্বপ্নভঙ্গ হয় ফ্রান্সের। তবে রেকর্ডবুকে ঠিকই জায়গা করে নেন এমবাপ্পে।

দীর্ঘ ২০ বছর আগে বিশ্বকাপের এক আসরে ৮ গোল করেছিলেন ব্রাজিলের রোনালদো ফেনোমেনন। এবার রোনালদোর সমান গোল করলেন এমবাপ্পেও। তবে রোনালদো বিশ্বকাপ শিরোপা জিতলেও পারেননি এমবাপ্পে। ফাইনালে হ্যাটট্রিক করেও হেরে যাওয়া একমাত্র ফুটবলারও এখন তিনিই। বিশ্বকাপের আসরেই হ্যাটট্রিক করে হেরে যাওয়ার ইতিহাস আছে এমবাপ্পে ছাড়া আরও তিনজনের।

আরও পড়ুন:জিওফ হার্স্টের পাশে এখন এমবাপ্পে

তবে, শিরোপা খোয়ানোর দিনেও অর্জন আছে এমবাপ্পের। আগের আসরে ৪ গোল করা পিএসজি ফরোয়ার্ড এখন ১২ গোল নিয়ে বসেছেন পেলের পাশে। তার ওপরে আছেন লিওনেল মেসি, জার্ড মুলার, রোনালদো লিমা ও মিরোস্লাভ ক্লোসা। এদের সবাইকে টপকে শীর্ষে উঠতে আর মাত্র ৫ গোল দরকার ফরাসি এই উইঙ্গারের।

 
চার বছর আগে রাশিয়ায় ৪ গোল করে ২০ বছর পর ফ্রান্সকে বিশ্বকাপ শিরোপা জেতানোর অন্যতম কারিগর। জিতেছিলেন বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। কাতারে ভাঙাচোরা দল নিয়ে এসেও দারুণ নৈপুণ্যে দলকে ফাইনালে তুলেছিলেন। শিরোপা অল্পের জন্য হাত ফস্কে গেলেও অনেকের বিশ্বাস এমবাপ্পে ক্যারিয়ার শেষ করার আগে জিতবেন আরও বিশ্বকাপ।

সেই সঙ্গে তাকে হাতছানি দিচ্ছে ৮ বছর আগে মিরোস্লাভ ক্লোসার গড়া রেকর্ডটিও। আর মাত্র ৫টি গোল হলেই গোলের চূড়ায় বসবেন পিএসজি সুপারস্টার। এরই মধ্যে নিজেকে কিংবদন্তীদের পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতির প্রমাণ দিতে শুরু করেছেন। ক্লাব ফুটবলেও যে অসংখ্য রেকর্ড তিনি তছনছ করে দেবেন তা বলাই যায়। মেসি-রোনালদোর পর ফুটবলের সেরার ব্যাটনটা যে তার হাতেই যাচ্ছে তা বলাই যায়। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!