দুবাই প্রবাসীর ২৮ লাখ টাকার মালামাল নিয়ে উধাও আরেক প্রবাসী
<![CDATA[
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এক প্রবাসীর ২৮ লাখ টাকার মালামাল নিয়ে ভেগেছেন আরেক প্রবাসী। এমন অভিযোগ করেছেন প্রবাসী মো. হাসান আলী। তিনি বলেছেন, প্রবাসী মো. রিপন মিয়া তার ৩০০ গ্রাম স্বর্ণ, একটি আইফোন-১৪ ও একটি ল্যাপটপসহ মোট ২৮ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছেন।
চলতি মাসের শুরুর দিকে (৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। দুইদিন পর গত ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় এ ব্যাপারে হাসান আলীর পরিবারের পক্ষ থেকে রিপন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঘটনাটি সময় নিউজকে জানিয়েছেন হাসান আলী। তিনি জানান, রিপন মিয়া তার পূর্ব পরিচিত। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আতোকোড়া ইউনিয়নে। হাসান আলীর বাড়িও একই জেলার সরাইল থানার ফরনান্দপুর গ্রামে। দুবাইয়ের দেরা এলাকায় তারা একই ভাড়া বাসায় বসবাস করতেন।
দীর্ঘদিনের পরিচয়ের প্রেক্ষিতে রিপন মিয়া দেশে যাওয়ার সময় হাসান আলী ৩০০ গ্রাম স্বর্ণ, আইফোন মোবাইল ও ল্যাপটপসহ আরও কিছু মালামাল তার পরিবারের কাছে পৌঁছানোর জন্য রিপন মিয়াকে দেন। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৮ লাখ টাকা।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ব্যাপারে নতুন করে যা বললেন মালয়েশীয় মন্ত্রী
হাসান আলী জানান, ঘটনার দিন রিপন মিয়ার দুবাই এয়ারপোর্টের টার্মিনাল-১ দিয়ে বাংলাদেশ বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু রিপন মিয়া দুবাই এয়ারপোর্টে অন্যান্য মালামাল ফেলে স্বর্ণ, ল্যাপটপ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।
এরপর থেকে হাসান আলী রিপন মিয়াকে হন্য হয়ে খুঁজলেও তার কোনো সন্ধান পায়নি। রিপন মিয়ার পরিবারের কাছেও তার ব্যাপারে খোঁজখবর নেয়া হলে তারা জানিয়েছে, রিপন মিয়া বাড়ি আসেননি।
এদিকে ২৮ লাখ টাকার মালামাল হারিয়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছেন হাসান আলী। গত ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় এই ব্যাপারে হাসান আলীর পরিবার একটি অভিযোগও দাখিল করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন হাসান আলির পরিবার।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বিজয় দিবসের আলোচনা সভা
একটি সূত্র জানিয়েছে, রিপন মিয়া দুবাই থেকে পালিয়ে বর্তমানে ওমানে আত্মগোপন করে রয়েছেন। হাসান আলী বিষয়টি স্থানীয় প্রশাসনসহ বাংলাদেশ কন্স্যুলেট দুবাইকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
হাসান আলী বলেন, প্রবাস জীবনের কয়েক বছরের কষ্টার্জিত টাকা দিয়ে পরিবারের জন্য কিছু স্বর্ণ কিনেছিলেন তিনি। কিন্তু রিপন মিয়া তাকে সর্বস্বান্ত করে দিয়েছেন। হাসান আলী রিপন মিয়াকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে প্রবাসী ভাই-বন্ধু ও প্রশাসনের সহযোগিতা কমনা করেছেন।
]]>