ফুলগাজীতে অপহরণের ৫দিন পর এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই ছাত্রীকে উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আসলাম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১ জুন সকালে ওই ছাত্রী বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিলেন। এসময় তাঁর পথ গতিরোধ করে তাঁকে জোরপূর্বক সিএনজিচালিত একটি অটোরিকশা তুলে নিয়ে অপহরণ করেন। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে আসলাম হোসেনকে আসামী করে নারী ও শিশুর নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। গত সোমবার রাতে ওই ছাত্রীকে উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার মো. আসলাম হোসেন দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে। অপহৃত স্কুলছাত্রী স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে অধ্যায়নরত রয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান বলেন, অপহরণ মামলায় গ্রেপ্তার মো. আসলাম হোসেন মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।