Dhaka (ঢাকা)

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের সাথে সাংসদ নিজাম উদ্দিন হাজারী সৌজন্য সাক্ষাৎ

Md. Mizanur Rahaman (Palash)

 

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী তাজুল ইসলাম সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রীর কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন নিজাম উদ্দিন হাজারী।

এসময় সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, বাংলাদেশ পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে সাংসদ নিজাম উদ্দিন হাজারী ফেনী জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা কথা উল্লেখ করে বর্তমান সরকারের আমলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফেনীর কয়েকটি উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্ধ চেয়েছেন। এসময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আন্তরিকতার সাথে উক্ত প্রকল্পগুলো গ্রহণ এবং অতিদ্রুত এসব প্রকল্পগুলো অনুমোদন দিবেন বলে আশ্বস্ত করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!