ঢাকা টেস্টেও অনিশ্চিত ভারতের অধিনায়ক
<![CDATA[
বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে ভারত। এ ম্যাচে টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি খেলতে পারবেন কি না, তার নিশ্চয়তা দিতে পারছে না টিম ম্যানেজমেন্ট।
রাহুল অনুশীলনে ব্যাট করার সময় ডান হাতে ব্যথা পান। তাকে ব্যাটিংয়ে থ্রো-ডাউন করাচ্ছিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। হঠাৎ একটি বল লাফিয়ে রাহুলের হাতে লাগে। চোট পাওয়া জায়গায় স্প্রে করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে আর অনুশীলন করেননি রাহুল। রাহুলকে পর্যবেক্ষণে রেখেছে ভারতীয় দলের চিকিৎসকরা।
আরও পড়ুন: ঢাকা টেস্টেও নেই তামিম, প্রথমবার দলে নাসুম
রাহুলের ইনজুরি নিয়ে রাঠোর বলেন, ‘রাহুল হাতে ব্যথা পেয়েছে। ইনজুরি খুব বেশি গুরুতর নয়। আশা করছি ম্যাচের আগে সুস্থ হয়ে যাবে সে। চিকিৎসকরা নজর রাখছে। আশা করছি ভালো খবর পাবো।’
ঢাকা টেস্টের দল থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার নবদীপ সাইনিও। পেটের পেশীর চোটে সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলা হচ্ছে না তার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, দলের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকা টেস্টে খেলতে পারবেন না সাইনি। ইনজুরি থেকে সেরে ওঠার পর ব্যাঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তার।
আরও পড়ুন: স্টোকসকে পেছনে ফেললেন সাকিব
এদিকে, ঢাকা টেস্টের আগে ফিট হয়ে দলে যোগ দেবেন অধিনায়ক রোহিত শর্মা- এমনটা শোনা গেলেও নির্ধারিত সময়ের মধ্যে ফিট হতে পারেননি হিটম্যান। এখনো আঙুলে ব্যথা অনুভব করছেন তিনি। ব্যাটিংয়ে খুব একটা সমস্যা না হলেও ফিল্ডিংয়ে নতুন করে আঘাত পাওয়ার শঙ্কা থাকায় এই টেস্টেও বিশ্রামে থাকছেন তিনি।
]]>




