চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
<![CDATA[
চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী জব্বার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
বুধবার (২১ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার শহীদ আবুল কাশেম সড়কের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জব্বার (৪২) চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দ্দার পাড়ার মৃত বোরহান উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: পটুয়াখালীতে ট্রাক চাপায় পথচারী নিহত
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান বলেন, বুধবার রাতে জব্বার বড়বাজার এলাকায় ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় পৌর এলাকার শহীদ আবুল কাশেম সড়কের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা জব্বারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
]]>




