নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন হাসান আলি
<![CDATA[
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ৩-০ তে হারার পর পাকিস্তান দল বেশ কিছু পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করেছে। ঘরের মাঠে টেস্ট দলে ফিরেছেন পেসার হাসান আলি। এছাড়াও মিডল অর্ডার ব্যাটসম্যান কামরান গুলামকেও ডাকা হয়েছে দলে।
ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর বাবর আজমকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। অনেকেই বলেন টেস্ট অধিনায়ক থেকে সরিয়ে দেয়া উচিত বাবরকে। তবে তার নেতৃত্বেই ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুই টেস্টর জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান।
এদিকে দলে ফেরানো হয়েছে পেসার হাসান আলিকে। হাঁটুর ইনজুরিতে পুরোপুরি সেরে না ওঠায় এখনও দলের বাইরে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলে অবসর নেয়া আজহার আলীর পরিবর্তে দলে নেয়া হয়েছে এক নতুন মুখ কামরান গুলামকে।
আরও পড়ুন: বিশ্বকাপজয়ী পেসার ফিরলেন ইংল্যান্ড স্কোয়াডে
কাঁধের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুটি টেস্ট খেলতে পারেননি পেসার নাসিম শাহ। ফিট হয়ে দলে ফিরেছেন তিনিও। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া আরেক পেসার হারিস রউফও চোটের কারণে ওই সিরিজের শেষ দুই টেস্ট খেলতে পারেননি। তিনি সুস্থ হয়ে ওঠেননি।
আগামী ২৬ ডিসেম্বর পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট ৩ জানুয়ারি। টেস্টের পর পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে কিউইরা।
পাকিস্তান স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আগা সালমান, হাসান আলি, ইমাম-উল হক, কামরান গুলাম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, নৌমান আলি, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শান মাসুদ, জাহিদ মেহমুদ।
]]>