পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত
<![CDATA[
হিম বাতাস আর ঘন কুয়াশায় উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
পৌর এলাকার কামাতপাড়া মহল্লার গৃহিণী দিলরুবা বানু ও তানিয়া জানান, এবার শীত বেশি অনুভূত হচ্ছে। সকালে ঠান্ডার জন্য পানি ছোঁয়া যাচ্ছে না। রান্নাবান্নার কাজ করতে খুবই সমস্যায় পড়তে হয়।
রৌশনাবাগ গ্রামের আব্দুর রউফ জানান, ভোরে ঘন কুয়াশা থাকায় বাইরে চলাফেরা করা যায় না। মোটা কাপড় গায়ে জড়িয়ে ঘর থেকে বের হতে হয়।
আরও পড়ুন: হিলিতে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন
ইজিবাইক চালক হাসান বলেন, ‘ভোরে গাড়ি নিয়ে বের হয়েছি। ঘন কুয়াশার জন্য রাস্তাঘাট কিছু দেখা যায় না। ঠান্ডার কারণে যাত্রীরাও বাড়ি থেকে খুব একটা বের হচ্ছেন না। আমরাও ভাড়া না পেয়ে খুবই কষ্টে পরিবার নিয়ে দিনাতিপাত করছি।’
তেঁতুলিয়া আবহাওয়ায় পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে জানান, শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
]]>




