বিনোদন

ফ্রান্স সতীর্থদের সঙ্গে ‘সম্পর্ক ছিন্ন’ করছেন বেনজেমা

<![CDATA[

ফরাসি কোচ দিদিয়ের দেশমের সঙ্গে নেতিবাচক সম্পর্কের জেরে বিশ্বকাপ স্কোয়াডে থেকেও কোনো ম্যাচ খেলা হয়নি করিম বেনজেমার। ‘অভিমানে’ আন্তর্জাতিক সার্কিট থেকে নিজের অবসরের ঘোষণা দেন ফ্রান্সের কিংবদন্তি। এবার ফ্রান্স সতীর্থদের সঙ্গেও দূরত্ব তৈরি হওয়ার ইঙ্গিত মিলল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আনফলো করছেন তার ফ্রান্স সতীর্থদের।

বারবারই তার সঙ্গে কেন এমন হয়। এ আক্ষেপ শুধু হয়তো তারই নয়, হয়তো বিশ্বের কোটি ফুটবল ভক্তেরই। এ নাম্বার নাইনের জাদুকরী পারফর্ম থেকে বঞ্চিত হয়েছে আন্তর্জাতিক ফুটবল।

আলজেরিয়ান বংশদ্ভূত ফ্রান্সের এই ফুটবলালের অভিষেক ২০০৭ সালে। দেড় দশকের ক্যারিয়ারে ৯৭ ম্যাচ খেলেছেন বেনজেমা। অধিকাংশ সময়েই নানা ইস্যুতে জাতীয় দলের দরজা বন্ধ ছিল এই স্ট্রাইকারের। ক্যারিয়ারের মধ্যগগনেও ছড়াতে পারেননি ফরাসি সৌরভ। সে সুযোগ দেননি দিদিয়ের দেশম।

কিন্তু রিয়ালদের হয়ে একটার পর একটা কীর্তি দেশমকে বাধ্য করেছিল বেনজেমাকে নিয়ে তার মনোভাব পাল্টাতে। ২০১৬ সালের পর গেল বছর আবারও ফিরেছিলেন জাতীয় দলে, ফ্রান্সের হয়ে খেলেছেন ইউরো চ্যাম্পিয়নশিপেও। ছিলেন বিশ্বকাপের দলে।

তবে কাতার বিশ্বকাপে বেনজেমা ইস্যুতে জলঘোলা কম হয়নি। প্রথমে ফরাসি ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইনজুরির কথা বলা হলেও শেষ পর্যন্ত তা মিথ্যা প্রমাণ হয়। পরে জানা যায়, কোচ দেশমের সঙ্গে আবারও ঝামেলায় জড়িয়েছেন তিনি। ফাইনালে বেনজেমাকে লুসাইল স্টেডিয়ামে থাকার অনুরোধ করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তবে তাও প্রত্যাখ্যান করেন এ স্ট্রাইকার।

আরও পড়ুন: মেসিও একদিন এই চিত্রকর্মগুলো দেখবেন, প্রত্যাশা শিল্পীদের

ম্যাচ হারের পরের দিন নিজ টুইটারে অবসরের ঘোষণা দেন বর্তমানে ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার। তবে আর্ন্তজাতিক ফুটবলকে গুডবাই বললেও নিজ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যাবেন ফরাসি জার্সিতে ৩৭ গোল করা বেনজেমা।

এরপরই বেনজেমা তার জাতীয় দলের সতীর্থদের ইনস্টাগ্রাম থেকে আনফলো করা শুরু করেন। তার সঙ্গে অলিভিয়ের জিরুদ, হুগো লরিসের সম্পর্ক নাকি আগে থেকেই খারাপ ছিল। ইউরোপের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, ফ্রান্সের বিশ্বকাপ দলের বেশিরভাগা খেলোয়াড়রকেই ইনস্টাগ্রাম থেকে বিদায় করে দিয়েছেন ব্যালন ডি’ অর জয়ী তারকা।

ক্রীড়াবিষয়ক স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, বিশ্বকাপের পরে পাঁচজন ছাড়া বাকিদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় করে দিয়েছেন বেনজেমা। ফ্রান্সের যে পাঁচজন তার ইনস্টাগ্রামে আছেন, তাদের তিনজনের সঙ্গে আবার স্পেনের সম্পর্ক।

আরও পড়ুন: মার দেল প্লাটায় আবেগাপ্লুত মার্টিনেজ

বেনজেমার সঙ্গে রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলেন চুয়ামেনি ও কামাভিঙ্গা। এর মধ্যে চুয়ামেনিকে প্রথমে ইনস্টাগ্রাম থেকে বাদ দেয়া হয়েছিল। এতে বিস্ময় প্রকাশ করেন অনেক রিয়াল সমর্থক। তবে কয়েক ঘণ্টা পর চুয়ামেনি আবার ‘ফলোয়ি’ তালিকায় ফেরেন। আরেকজন হলেন রাফায়েল ভারানে। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেললেও বেনজেমার সঙ্গে প্রায় এক দশক একসঙ্গে খেলেছেন লস ব্লাঙ্কোসদের ক্লাবটিতে।

এর বাইরে বর্তমান সময়ের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে আছেন তার ইনস্টাগ্রাম ‘ আছেন বরুশিয়া মনশেনগ্লাডবার্গে খেলা স্ট্রাইকার মার্কোস থুরামও।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!