রসিক নির্বাচন: ছুটির দিনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
<![CDATA[
রংপুর সিটি নির্বাচনে শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নিজেদের উন্নয়ন পরিকল্পনা ও বিগত দিনের সাফল্য-ব্যর্থতা তুলে ধরে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তারা।
ছুটির দিন শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে রংপুর নগরীর বর্ধিত এলাকা ৩১ নম্বর ওয়ার্ডের পানবাজার, কলাবাড়ি ও মেকুরা এলাকায় প্রচারণায় নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। নির্বাচিত হলে বিগত সময় বঞ্চিত থাকা এলাকাগুলোর জন্য বাড়তি উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, ‘ভোটাররা ২৭ তারিখের জন্য অপেক্ষা করছেন, তারা নৌকার বিজয় এনে নিজেদের ভাগ্য উন্নয়ন করবে।’
আরও পড়ুন: রসিক নির্বাচন: ভোটারদের মন জয়ে মরিয়া মেয়র প্রার্থীরা
একই সময় নগরীর মেডিকেল মোড়, পাকার মাথা, পান্ডারদিঘি এলাকায় গণসংযোগ করেন সদ্য সাবেক মেয়র ও জাতীয়পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় বিগত পাঁচ বছরে বর্ধিত ১৮টি ওয়ার্ডের তার ব্যাপক উন্নয়নের দাবি করে বলেন, নির্বাচিত হলে সুষম উন্নয়ন করবেন।
জাতীয়পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘যোগাযোগের জন্য রাস্তা, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ, স্ট্রিট লাইট ও পরিচ্ছন্ন নগরী, এ চারটি সেবা রংপুর সিটি করপোরেশন দেয়। আমরা এ কাজগুলোর পাশাপাশি স্বাস্থ্য সেবাও নিশ্চিত করছি।’
আরও পড়ুন: রসিক নির্বাচনে গণজোয়ারের রায় নৌকার পক্ষে আসবে: ডালিয়া
রংপুর সিটির ভোটগ্রহণ আগামী ২৭ ডিসেম্বর। আর ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচার প্রচারণার অংশ নিতে পারবেন।
]]>




