বাংলাদেশ

জাপানের রেকর্ড ৮৬৩ বিলিয়ন ডলারের সামরিক বাজেট প্রস্তাব

<![CDATA[

রেকর্ড পরিমাণ সামরিক বাজেট প্রস্তাব করেছে জাপান। শুক্রবার (২৩ ডিসেম্বর) নতুন বছরের এপ্রিল থেকে শুরু হতে যাওয়া অর্থবছরের জন্য জাপানি মুদ্রায় ১১৪ দশমিক ৪ ট্রিলিয়ন ইয়েন বা ৮৬৩ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সামরিক বাজেটের পাশাপাশি ‍দেশটির বৃদ্ধদের জন্য সামাজিক সুরক্ষা ব্যয়ও বাড়ানোর প্রস্তাব করেছেন ফুমিও কিশিদা। তবে বিশ্লেষকেরা বলছেন, এই উদ্যোগ জাপানের ঋণের পরিমাণ আরও বাড়াবে। এরই মধ্যে দেশটির মোট ঋণ দেশটির অর্থনীতির আকারের চেয়ে আড়াই গুণ বেশি ছাড়িয়ে গেছে। 

শুক্রবার জাপানের মন্ত্রিসভায় নতুন বাজেট প্রস্তাবটি পেশ করেন ফুমিও কিশিদা। দেশটির ইতিহাসে এই পরিমাণ অর্থ কখনোই সামরিক খাতে বরাদ্দ করেনি। তবে চীন এবং উত্তর কোরিয়া ক্রমাগত সমরশক্তি বৃদ্ধি করতে থাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জাপানও সম্প্রতি তার সমরশক্তি বাড়ানোর ঘোষণা দেয়।

আরও পড়ুন: নজিরবিহীন তুষারপাতে জাপানে ৮ জনের মৃত্যু

নতুন বাজেটের বড় একটি অংশ ব্যয় করা হবে সামরিক অবকাঠামো নির্মাণ, যুদ্ধজাহাজ এবং অন্যান্য যান নির্মাণ-ক্রয় করতে। এই বিষয়ে জাপানের অর্থমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি যে, এসব যুদ্ধজাহাজ সম্পত্তি বলেই বিবেচিত হবে।’ 

জাপানের পক্ষ থেকে সামরিক বাজেট বাড়ানোর ঘোষণা এমন এক সময়ে এল যখন বিশ্বের ভূরাজনীতি এবং অর্থনীতি উভয়ই অস্থির। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, কোভিড-১৯ ইত্যাদির কারণে বৈশ্বিক মূল্যস্ফীতিসহ নানা কারণে বিশ্ব একটি মন্দার দ্বারপ্রান্তে।   

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!