তৃতীয় পুনর্মিলনীতে বর্ণিল সাজে উৎসবমুখর খুবি
<![CDATA[
খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনে শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনভর উৎসবমুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আনন্দ, আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখেন প্রাক্তন শিক্ষার্থীরা।
পুনর্মিলনী উপলক্ষে ক্যাম্পাস সাজানো হয় বর্ণিল সাজে। দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকেও পুনর্মিলনীতে আসেন অনেকে। এ বছর পুনর্মিলনীতে সপরিবারে তিন সহস্রাধিক অ্যালামনাই যোগ দিয়েছেন।
পুনর্মিলনীর মূল কর্মসূচি শুরু হয় সকাল ১০টায়। খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন। পরে ক্যাম্পাসের হাদী চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
আরও পড়ুন: আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জ / শাবিপ্রবির ৯ শিক্ষার্থী পেলেন সিলভার-ব্রোঞ্জ পদক
অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল হাসান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন প্রমুখ।
২০০৯ সালে গঠিত খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী হয় ২০১০ সালে। পরে ২০১৫ সালে হয়েছিল দ্বিতীয় পুনর্মিলনী।
]]>




