খেলা

যুক্তরাষ্ট্রের সিনেটে বাজেট পাস, প্রতিরক্ষায় বরাদ্দ ৮৫৮ বিলিয়ন ডলার

<![CDATA[

প্রতিরক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি ব্যয় নির্বাহে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে ৬৮-২৯ ভোটে পাস হয় বিলটি। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, ৪ হাজার ১৫৫ পৃষ্ঠার বাজেটে অভ্যন্তরীণ ব্যয় ধরা হয়েছে ৭৭২ বিলিয়ন ডলার। যেখানে প্রতিরক্ষা ব্যয় রাখা হয়েছে ৮৫৮ বিলিয়ন ডলার। ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা করা হবে এই প্যাকেজের আওতায়।

পরে শুক্রবার (২৩ ডিসেম্বর) হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ২২৫-২০১ ভোটে বিলটি অনুমোদন পায়। এটি এখন মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনকে নতুন করে যেসব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘বিলটি আমার অফিসে পৌঁছেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি বিলটিতে স্বাক্ষর করব।’

প্রেসিডেন্ট বিলটিতে স্বাক্ষর করলে পরবর্তী অর্থবছর অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যয়ের তহবিল হিসেবে কাজ করবে এই প্যাকেজ।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!