ময়মনসিংহে মানুষের মঙ্গল কামনায় বড়দিন পালিত
<![CDATA[
সারা দেশের ন্যায় ময়মনসিংহেও জগতের সব মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা ও উৎসবের মধ্য দিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) সকালে নগরীর সাধু প্যাট্রিক ক্যাথেড্রাল গির্জা হাউসে বড়দিন উপলক্ষে প্রার্থনায় যোগ দিতে আসতে থাকেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। প্রার্থনা পরিচালনা করেন পাল পুরোহিত ফাদার বিজন জোসেফ কুবি।
উৎসবকে কেন্দ্র করে নগরী ও জেলার বিভিন্ন গির্জায় বিরাজ করছে সাজ সাজ রব। প্রার্থনা, কীর্তন, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যিশু খ্রিষ্টের জন্মদিন পালন করেন ভক্তরা। ভোজসভা, কেক কাটা, চকলেট উপহার, ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একে অপরকে আলিঙ্গন করে উৎসবকে রাঙিয়ে তুলছেন। বড়দিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে প্রার্থনায় যোগ দিয়েছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা।
আরও পড়ুন: সন্ধ্যায় বড়দিনের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
যিশু অনুসারীরা জানান, করোনার ধাক্কা কাটিয়ে এ বছর বেশ বড় পরিসরে বড়দিনের আয়োজন করা হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে বড়দিন উদ্যাপন করতে পেরে তারা বেশ আনন্দিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য আগত বছর যেন সুখে কাটে, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করেন তারা।
ক্যাথেড্রাল গির্জা হাউসের পাল পুরোহিত ফাদার বিজন জোসেফ কুবি বলেন, ‘বড়দিন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উৎসব হলেও সারা বিশ্বের সব মানুষের শান্তি কামনা করে প্রার্থনা করা হয়েছে এবং ধর্মীয় সম্প্রীতির মাঝে থেকে সবাই যেন ভেদাভেদ ভুলে একই সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে–এ কামনা করা হয়েছে।’
আরও পড়ুন: বড়দিনে দিনাজপুরে বড় আয়োজন
কোতোয়ালি থানার ওসি (অপারেশন) ওয়াজেদ আলী জানান, বড়দিন উপলক্ষে মহানগরীর ৯টি গির্জায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
]]>