হবিগঞ্জে যানজটের মূলকারণ ব্যাটারিচালিত টমটম!
<![CDATA[
হবিগঞ্জ শহরে লাগামহীনভাবে চলছে ব্যাটারিচালিত টমটম। এতে চরম যানজটের শিকার হচ্ছেন শহরবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসব টমটমের বেপরোয়া চলাচলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাই স্থানীয়দের দাবি এসব অবৈধ টমটমকে নিয়ন্ত্রণে আনার। এদিকে সবাইকে সঙ্গে নিয়ে যানজট নিরসনের আশ্বাস দিলেন পৌর কর্তৃপক্ষ।
এক সময়ের সরু রাস্তার শহর হবিগঞ্জে নির্মাণ হয়েছে সুবিশাল সড়ক। কিন্তু কমেনি যানজট। এতে দুর্ভোগে অতিষ্ঠ সাধারণ মানুষ। শহরে কয়েক হাজার অবৈধ ব্যাটারি চালিত টমটম চলাচলের কারণে সৃষ্টি হচ্ছে যানজট। প্রশাসনের নজর এড়িয়ে প্রতিদিন সড়কে চলছে এসব অবৈধ যানবাহন। এতে অসহনীয় দুর্ভোগের কবলে শহরবাসী।
আরও পড়ুন: অটোরিকশার যানজটে বিপর্যস্ত গাইবান্ধা শহর
শহরবাসীরা বলছে, বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাছাড়া তারা সময়মতো অফিসে যেতে পারছেন না। তাই যানজট ও দুর্ঘটনা এড়াতে অবৈধ এসব টমটমকে নিয়ন্ত্রণে আনার দাবি জানান তারা।
তবে, চালকদের অভিযোগ, আবেদন করেও রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন না তারা। নিয়ম মেনে আবেদন করে নানান অজুহাতে তাদের রেজিস্ট্রেশন দেয়া হচ্ছে না।
আরও পড়ুন: অটোরিকশার জটে নাকাল একমাত্র রিকশাবিহীন শহর
এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভা মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘অবৈধ এসব টমটমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসন, ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ সবস্তরের বাসিন্দাদের সহযোগিতা নিয়ে এ শহরকে যানজটমুক্ত করতে চাই।’
হবিগঞ্জ শহরে পৌরসভা টমটম চলাচলের অনুমোদন দিয়েছে ১২০০। তবে চলাচল করছে তিন হাজারের অধিক।
]]>