নরসিংদীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
<![CDATA[
নরসিংদীর মাধবদীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় মনির হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন একই এলাকার সিরাজ মোল্লার ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির সীমানা পিলার স্থাপনের পর থেকে মনির হোসেনের সঙ্গে প্রতিবেশীর বিরোধ চলছিল। ঘটনার দিন প্রতিবেশী মৃত সামসুল হকের ছেলে সেলিম মিয়ার সঙ্গে তর্কবিতর্ক হয় মনিরের। একপর্যায়ে প্রতিবেশী পরিবারের লোকজন তাকে মারধর করতে থাকেন। এতে মনির হোসেন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিপাশা মাসুক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকীবুজ্জামান বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
]]>