বিশ্বমাতানো গাকপোকে দলে ভেড়াল লিভারপুল
<![CDATA[
কাতার বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছিলেন নেদারল্যান্ডসের তরুণ ফুটবলার কোডি গাকপো। আর তাই স্বাভাবিকভাবেই বড় ক্লাবগুলোর রাডারে ছিল তার নাম। ম্যানচেষ্টার ইউনাইটেডের মতো ক্লাব তাকে দলে টানার চেষ্টা চালিয়েছিল। তবে শেষমেশ প্রিমিয়ার লিগের আরেক বড় ক্লাব লিভারপুলে যাচ্ছেন গাকপো।
নেদারল্যান্ডসের জার্সিতে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন। পাঁচ ম্যাচে করেছেন তিন গোল। বিশ্বকাপের রেশ না কাটলেও ক্লাব ফুটবলে ফেরার পালা শুরু হয়েছে। তবে ডাচ তরুণ এ উইঙ্গার ফিরবেন নতুন দলে।
ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনকে বিদায় জানিয়ে প্রিমিয়ার লিগের দল লিভারপুলে যোগ দিতে চলেছেন গাকপো। তার ট্রান্সফার নিয়ে লিভারপুলের সঙ্গে পিএসভির চুক্তি স্বাক্ষর হয়ে গেছে বলেই খবর।
পিএসভি গাকপোর দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে। এক টুইটে তারা জানায়, কোডি গাকপোর ক্লাব বদলের বিষয়ে লিভারপুল ও পিএসভি একটি সমঝোতা চুক্তি করেছে। চুক্তির আনুষ্ঠানিকতা সারতে খুব শিগগিরই ইংল্যান্ডে চলে যাবেন ২৩ বছর বয়সী এ তারকা।
আরও পড়ুন: হালান্ডকে গোল করার নেশায় পেয়েছে: ডি ব্রুইনা
দীর্ঘ মেয়াদের চুক্তিতে গাকপোকে পেতে ৩৭ মিলিয়ন পাউন্ড খরচ করবে লিভারপুল। আনুষঙ্গিক আরও খরচ মিলিয়ে সেটা দাঁড়াবে ৫০ মিলিয়নে।
এদিকে, গাকপোকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবও। যদিও শেষ পর্যন্ত লিভারপুলেই গেলেন তিনি। সেখানে সতীর্থ হিসেবে পাবেন জাতীয় দলে তার অধিনায়ক ভার্জিল ফন ডাইককে।
]]>




