ফেনীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে ফেনী সদর উপজেলা ফুটবল দল ১-০ গোলে সীমান্তবর্তী তিনটি উপজেলার (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) সমন্বয়ে গঠিত দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ী, বিজিত ও খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেল সুপার মো. আনোয়ারুল করিম, জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
প্রীতি ফুটবল ম্যাচের ২৮ মিনিটে সদর উপজেলার অপির একমাত্র গোলে জয়লাভ করে দল। জয়ে অবদান রাখায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে অপি।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের সকল জেলার ন্যায় ফেনীতেও বেলুন উড়িয়ে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। এসময় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নজুরল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম প্রমুখ।
ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, কোভিড-১৯ এর ভয়াবহতা বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে স্বাস্থবিধি মেনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক ও জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি ফুটবল ম্যাচে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও অসংখ্য ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।