করোনা চিকিৎসা চলাকালে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন নার্স
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স (মিডওয়াইফ) আকলিমা বেগম (৩০) সন্তান জন্মের ৫ দিন পর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১০ জুন) বিকেল রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় গত ১ জুন তার করোনা পরীক্ষার পর গত ২ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে ওই দিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে আইসিইউ সংকট থাকায় রাজধানীর মুগদা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিজারের মাধ্যমে এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি। সন্তান জম্মের ৫ দিন পর গত ১০ জন আইসিইউতে তার মৃত্যু হয়।