কবে নতুন কোচ নিয়োগ দেয়া হবে জানাল বিসিবি
<![CDATA[
রাসেল ডমিঙ্গো বিদায় নিয়েছেন। ফলে খালিই পড়ে আছে বাংলাদেশের কোচের পদটি। কবে নাগাদ নতুন কোচ পাবেন সাকিব আল হাসানরা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপরেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ইংল্যান্ড সিরিজের আগেই কোচ পেয়ে যাবে বাংলাদেশ।
রাসেল ডমিঙ্গোর বিদায়ে একেবারেই চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সিরিজের আগেই এ পদে নতুন কাউকে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। এ সময়ের মধ্যে ওয়ানডে-টেস্ট এবং টি-টোয়েন্টির জন্য আলাদা কোচিং প্যানেলও ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। কোচিং স্টাফের পাশাপাশি আনা হবে একজন পারফরম্যান্স ম্যানেজারও।
আরও পড়ুন: যেমন ছিল ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায়
ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের সিরিজ হবে আগামী মার্চে। তার আগেই কোচ নিয়োগ দেবে বিসিবি। এ সম্পর্কে জালাল ইউনুস বলেন, ‘মার্চে ইংল্যান্ড সিরিজের আগেই আমাদের নতুন কোচ চলে আসবে। কয়েকজনের সঙ্গে আলোচনা হচ্ছে। ফাইনাল না হওয়ায় নাম বলছি না।’
আগে থেকে ডমিঙ্গোর বিকল্প ভেবে রেখেছিল বিসিবি। ২০২৩ সাল থেকে মেগা পরিকল্পনার অংশ হিসেবে ওয়ানডে-টেস্ট এবং টি-টোয়েন্টির জন্য ভিন্ন কোচিং প্যানেলের কথা ভাবছে বিসিবি। এরই মধ্যে পাঁচজনের একটা শর্ট লিস্টও করে ফেলেছে তারা। এ সম্পর্কে জালাল বলেন, ‘দুজন কোচও আসতে পারেন। একজন টি-টোয়েন্টি এবং আরেকজন ওয়ানডে-টেস্টের জন্য। তারা এলে কার কী দায়িত্ব হবে, তা বুঝিয়ে দেয়া হবে।’
আরও পড়ুন: ডমিঙ্গোর জায়গায় হাথুরুর ফেরা নিয়ে গুঞ্জন
জাতীয় দলের বাইরেও এবার নজর পড়েছে বোর্ডের। তাইতো বাংলা টাইগার্স, এইচপি, এ দল সবার জন্য সমন্বিত একটা কোচিং সিস্টেমের কথা ভাবছে বিসিবি। যে কারণে আনা হচ্ছে একজন পারফরম্যান্স ম্যানেজার। জালাল বলেন, ‘আমাদের পরিকল্পনা এবার দীর্ঘমেয়াদি। তাই কোচিং সিস্টেমটা একটা ট্র্যাকে নিয়ে আসার জন্য আমরা একজন হাই পারফরম্যান্স ম্যানেজার নিয়োগ দেব। সে বাংলাদেশের ক্রিকেট সিস্টেম নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ করবে।’
]]>




