শীতে খুলনায় জনজীবন বিপর্যস্ত
<![CDATA[
তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় খুলনায় জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে সূর্য আড়ালে ঢাকা পড়লেও থেমে নেই কর্মজীবী মানুষ। প্রচণ্ড শীত উপেক্ষা করেই জীবন ও জীবিকার তাগিদে মাঠে কাজ করতে হচ্ছে দিনমজুর ও শ্রমজীবী মানুষের।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর থেকে খুলনা নগরীতে কুয়াশার উপস্থিতি কম থাকলেও হিমেল কনকনে হাওয়া কাঁপন তুলছে।
সন্ধ্যা থেকে পরদিন দুপুর পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়ে থাকে মাঠঘাটসহ চারদিক। এমনকি বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সারাদিন সূর্যের দেখা মেলেনি। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অসহায় ছিন্নমূল মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় হাড় কাঁপানো শীত, তাপমাত্রা ৮ ডিগ্রিতে
উত্তর মিয়া নামে এক রিকশাচালক বলেন, ‘এবারের হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত। গরম কাপর না থাকায় অনেক বেশি কষ্ট হচ্ছে।
জাহিদ নামে এক পথচারী বলেন, জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষ দুর্ভোগে পড়েছে। ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। অন্যান্য দিনের তুলনায় সড়কে রিকশা, মাহেন্দ্র ও ইজিবাইকের চলাচল কম। বিভিন্ন এলাকার সড়কে কয়েকজন মিলে আগুন পোহাতে বসেছেন।
]]>