তুরাগতীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি
<![CDATA[
টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ সময়ের প্রস্তুতি। এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের এই মহাসমাবেশ। ইজতেমা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গীর তুরাগ নদের তীরে পুরোদমে প্রস্তুত হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দান। কেউ শামিয়ানা টাঙাচ্ছে কেউবা আবার জামাতের লাইন আর নতুন রাস্তা তৈরিতে ব্যস্ত। মুসল্লিরা দলে দলে ভাগ হয়ে তাবলিগ জামাতের এবারের সম্মেলন সফল করতে স্বেচ্ছাশ্রমে করছেন কাজ। এসব কাজ শেষ হলেই বিশাল মাঠের পয়েন্টে পয়েন্টে লাগানো হবে বৈদ্যুতিক তার ও বাতি।
৫৪তম বিশ্ব এই সম্মেলন সফল করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন তাবলিগ জামাতের মুরব্বিরা।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, আয়োজন নির্বিঘ্ন করতে কাজ করছে প্রশাসনও।
মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় কয়েক স্তরে প্রায় সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানান জিএমপি কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমার নিরাপত্তায় থাকবে সাড়ে সাত হাজার পুলিশ
মেট্রোপলিটন পুলিশ এবারও বিদেশি মেহমানদের জন্য থাকছে মূল মঞ্চের উত্তর পশ্চিম পাশে বিশেষ কামরার ব্যবস্থা।
করোনার কারণে দুই বছর বসেনি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর জমায়েত। এবার জানুয়ারির ১৩, ১৪, ১৫ বসবে প্রথম পর্ব আর চার দিন বিরতির দিয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২০, ২১, ২২ তারিখে।
]]>




