বিনোদন

ইংলিশ অলিম্পিয়াডের থিয়েটার রাউন্ডের প্রথম দিন সম্পন্ন

<![CDATA[

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংলিশ অলিম্পিয়াডের তৃতীয় সিজনের থিয়েটার পর্বের প্রথম দিন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে দিনভর এ প্রতিযোগিতায় হাজারো প্রতিযোগী থেকে বাছাই পর্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করে থিয়েটার পর্বে পা রেখেছেন দুই হাজার প্রতিযোগী।

এই পর্বে বাছাইকৃতরাই যাবেন চূড়ান্ত পর্যায়ে। থিয়েটার পর্বে উত্তীর্ণ হতে হলে ছয়টি সেগমেন্টে তাদের পরীক্ষা দিতে হবে। এবারের ইংলিশ অলিম্পিয়াডের জমজমাট আসরে উপস্থিত থাকছেন দেশের বরেণ্য ও গুণী ব্যক্তিরা।

ইংলিশ অলিম্পিয়াডের মূল লক্ষ্য দক্ষতা ও সৃজনশীলতার বৃদ্ধি সাধন করা। এই অলিম্পিয়াড একজন মানুষকে তার নিজের ব্যক্তিত্ব গড়ে তুলতে শেখায় যৌক্তিক চিন্তাধারায়। ইংলিশ অলিম্পিয়াডে এই গুণগুলো চর্চা করে তারা নিজেরা উৎসাহিত হবে ও অন্যদের উৎসাহিত করতে পারবে।

আয়োজকরা মনে করেন, বাংলাদেশের শিক্ষার্থীদের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করতে ইংরেজি ভাষায় দক্ষতা দরকার আর এরই ধারাবাহিকতায় ইংলিশ অলিম্পিয়াড এই লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে।

আরও পড়ুন : ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রথম জার্নাল প্রকাশ

পাঁচ বছর আগে যাত্রা শুরু করে ইংলিশ অলিম্পিয়াড। এই মূহুর্তে ইংলিশ অলিম্পিয়াডে কাজ করছে এক হাজারেরও বেশী নবীন। দেশে ও দেশের বাইরে যাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে ইংলিশ অলিম্পিয়াড বর্তমান অবস্থানে এসেছে। একজন নবীনের কাছে তার প্রধান হাতিয়ার হলো তার ব্যক্তিত্ব, আর ইংলিশ অলিম্পিয়াড এই ব্যক্তিত্ব গঠনের অন্যতম স্থান। ইংলিশ অলিম্পিয়াড কেবলমাত্র ব্যক্তিত্ব গঠনেই সাহায্য করে না বরং একজন নবীনের নেতৃত্ব দানের ক্ষমতাকে জাগ্রত করে।

আয়োজকদের বিশ্বাস এভাবেই নবীনেরা ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুনভাবে উপস্থাপন করবে।

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!