কাবুলের রাস্তায় আফগানিস্তানে তৈরি অত্যাধুনিক 'স্পোর্টস কার'
<![CDATA[
আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তা পুরু তুষারের চাদরে ঢাকা। সেই রাস্তায় হঠাৎ এসে উদয় হলো অত্যাধুনিক স্পোর্টস কার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই দৃশ্যের ছবি এবং ভিডিও।
আফগানিস্তানের সংবাদ সংস্থা খামা নিউজ এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) স্পোর্টস কারটির ডিজাইনাররা কাবুলের রাস্তায় প্রথম এটি প্রদর্শন করেছে। খামা নিউজ আরও জানায়, কালো রঙের স্পোর্ট কারটি কাবুলের রাস্তায় দেখে সেখানকার নাগরিকরা অবাক হয়ে যান। প্রথমবারের মতো বাসিন্দারা কাবুলে এমন একটি গাড়ি দেখেছেন বলে জানিয়েছেন তারা।
এই গাড়ি নাম দেয়া হয়েছে এনটপ। আফগানিস্তানের এনটপ অটো স্টুডিওর সিইও মুহাম্মদ রেজা আহমাদি এবং তার দলের সদস্যরা আফগানিস্তানের কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও উদ্ভাবন কেন্দ্রের জন্য দেশটির প্রথম স্পোর্টস কার ডিজাইন ও তৈরি করেছেন। মুহাম্মদ রেজা আহমাদি জানান, এই মডেলের গাড়িটি তৈরি করতে ৫ বছর লেগেছে। এটি ২০২৩ সালে কাতারে আন্তর্জাতিক মেলায় প্রদর্শিত হতে পারে।
আরও পড়ুন আফগানিস্তানে-নারীদের-উপর-নিষেধাজ্ঞায়-জাতিসংঘের-নিন্দা
মুহাম্মদ রেজা আহমাদি আরও জানান, ডিজাইনাররা প্রথমে মডেলটি তৈরি করতে অন্যান্য যানবাহনের বিভিন্ন অংশ ব্যবহার করেছেন। এই কারের বেশিরভাগই টয়োটা কোম্পানির যন্ত্রাংশ। মোহাম্মদ রেজা আহমাদির জানান, তিনি একটি অনন্য ডিজাইনের স্পোর্টস কারের মডেল তৈরি করতে চেয়েছিলেন। এখন ব্যাপক উৎপাদনের পর্যায়ে উৎপাদনের জন্যে বিনিয়োগকারী এবং বড় অটোমোটিভ কোম্পানির সাহায্যের প্রয়োজন হবে ।
আহমেদি আশাবাদী ২০২৩ সালে কাতারে তিনি বিনিয়োগকারী পেয়ে যাবেন। আফগানিস্তানের কর্তৃপক্ষ ইতিমধ্যেই দোহায় কাতারের সরকারি কর্মকর্তাদের সাথে এটি নিয়ে কথা বলেছে।আফগানিস্তান গত ৪৪ বছর ধরে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে ব। এখনো কোনো আন্তর্জাতিক বিনিয়োগকারী রাজনৈতিক দ্বন্দ্ব ও অস্থিতিশীলতার ফলে আফগানিস্তানে বিনিয়োগে আগ্রহ দেখায়নি।
]]>