কুষ্টিয়ায় ঘনকুয়াশায় ট্রাকচাপায় নিহত ১, আহত ২
<![CDATA[
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় মো. নাজমুল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাঁশআড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের সাকিম শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
আহতরা হলেন- একই এলাকার মো. দবির উদ্দিনের ছেলে মো. হেলাল উদ্দিন (২৫) ও মো. মজনুর ছেলে মো. রাসেল হোসেন (২০)। তারা পেশায় নির্মাণ শ্রমিক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘন কুয়াশা উপেক্ষা করে প্যাখিভ্যানে করে রাজমিস্ত্রি কাজের জন্য নাজমুল, হেলাল ও রাসেল কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। কুমারখালির বাঁশআড়া এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ৮টার দিকে পেছন দিক থেকে একটি খালি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে নাজমুল হোসেন মারা যান। আর স্থানীয় লোকজন ওপর দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
আরও পড়ুন: ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায় বলেন, মরদেহ ও আহত ব্যক্তিরা কুষ্টিয়া সদর হাসপাতালে আছেন। চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মরদেহটি ময়নাতদন্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
]]>




