পাকিস্তানে ‘দুই দল’ তৈরি করতে চান আফ্রিদি
<![CDATA[
কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তবর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন শহীদ আফ্রিদি। হয়তো খুব বেশি দিন দায়িত্বে থাকা হবে না তার। তবে যত দিন আছেন, তার মধ্যেই পাকিস্তানে ‘দুটি দল’ তৈরি করে যেতে চান তিনি। যাতে বেঞ্চের শক্তি নিয়ে পিসিবিকে আর ভুগতে না হয়।
সপ্তাহখানেক আগে প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া আফ্রিদি শনিবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই ‘দুই দল’ সম্পর্কিত বক্তব্য দেন তিনি। আফ্রিদি বলেন, ‘বেঞ্চের শক্তি বাড়াতে মেয়াদ শেষ হওয়ার আগেই আমি পাকিস্তানে দুটি দল তৈরি করতে চাই।’
আরও পড়ুন: আমরা কি ভারতের গোলাম, বিস্ফোরক মন্তব্য রমিজ রাজার
ক্রিকেট বোর্ডের বাইরে থাকার সময়ে একের পর এক অভিযোগ এনেছিলেন আফ্রিদি। দায়িত্ব পেয়েও তার অভিযোগের খাতা খালি থাকছে না। তিনি মনে করেন, বোর্ডের কর্মকর্তা ও খেলোয়াড়দের মাঝে একটা যোগাযোগ-বাধা আছে। সেটা দূর করতে চান আফ্রিদি। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে। প্লেয়ারদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে আমি এটা জানতে পেরেছি।’
আফ্রিদি কথা বলেছেন পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের চলমান সিরিজ নিয়েও। প্রথম টেস্টের ব্যাটিং পিচে দুদলই সহজেই ব্যাট করেছে। তবে দ্বিতীয় টেস্টে বাউন্সি পিচ তৈরি করার প্রতি আগ্রহ তার।
আরও পড়ুন: সুযোগ পেয়েও মানকাডিং করেননি স্টার্ক
এ সম্পর্কে আফ্রিদি বলেন, ‘আমরা চাই দেশের ক্রিকেটের উন্নতি হোক। কিন্তু যে ধরনের পিচে খেলা হচ্ছে, এটা চলমান থাকলে উন্নতি সম্ভব নয়। বোলারদের জন্য এসব পিচ সহায়ক হয় না। দ্বিতীয় টেস্টে বাউন্সি পিচ বানানোর চেষ্টা করব।’
]]>




