বিনোদন

রোনালদোর পতন হলো যেভাবে

<![CDATA[

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তিনি। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ শিরোপা আর সর্বোচ্চ গোলও তার। অথচ তাকেই এখন খেলতে হবে সৌদি আরবের ক্লাবে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও য়্যুভেন্তাসের মতো সেরা ক্লাবে খেলে, ইউরোপ শাসন করা ক্রিস্টিয়ানো রোনালদোকে আরও কয়েকটা বছর শীর্ষ ক্লাবগুলোতে দেখার আশায় ছিলো ভক্তরা।

সবসময়ই সেরাদের সেরা হতে চেয়েছেন তিনি। বিশ্বকাপ শিরোপা, সবচেয়ে বেশি ব্যালন ডি’অর কিংবা চ্যাম্পিয়ন্স লিগ জয় স্বপ্ন দেখেছেন সর্বোচ্চ অর্জনের। কিন্তু, ক্যারিয়ারের শেষভাগটা মনের মতো হলোনা ক্রিস্টিয়ানো রোনালদোর। পর্তুগিজ তারকার ঠিকানা এখন সৌদি আরবের ক্লাব আল নাসের।

আরও পড়ুন: আল নাসেরে যোগ দিয়ে যা বললেন রোনালদো 

ফুটবল ইতিহাসে এই পরিমাণ অর্থের বিনিময়ে সাইনিং হয়নি আগে কখনও। কিন্তু, রেকর্ড গড়া চুক্তিতেও কি শান্তি আছে রোনালদোর মনে! এতো বছর যাকে নিয়ে গর্ব করেছে ভক্তরা, সেই প্রাণপ্রিয় তারকার সৌদি ক্লাব আল নাসেরে যোগদানের খবর তাদের কাছেই বা কতোটুকু স্বস্তির!

অনেকেই যাকে মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ ডাকতেন, তিনিই এখন থেকে আর থাকবেন না ইউরোপ সেরাদের মঞ্চে। চ্যাম্পিয়ন্স লিগে এই প্রজন্মে তার চেয়ে সফল কেউ নেই। সবচেয়ে বেশি ৫টি চ্যাম্পিয়ন্স লিগ তার ঝুলিতে। সর্বকালের হিসেবে পাকো গেন্তোর ৬ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার পরই আছে তার অর্জন। একাধিক ক্লাবের হয়ে এতো ইউসিএল আর কারও নেই।

ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে সিআরসেভেনের পারফরম্যান্সও দুর্দান্ত। চ্যাম্পিয়ন্স লিগে ১৮৩ ম্যাচে ১৪০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসির গোলসংখ্যা ১২৯টি। এ দু’জন ছাড়া হান্ড্রেড গোলের মাইলস্টোন ছুঁতে পারেননি আর কেউ।

আন্তর্জাতিক গোলসংখ্যায়ও সবার ওপরে রোনালদো। ১৯৬ ম্যাচে ১১৮ গোল আছে তার। তিনে থাকা মেসি এখনও অনেক পিছিয়ে। গোলসংখ্যা ৯৮টি।

তবে, গেলো কয়েকটা বছরে সব হিসেবে উল্টে গেছে আন্তর্জাতিক ও চ্যাম্পিয়ন্স লিগ টপ স্কোরারের। প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে সেভাবে থিতু হতে পারেননি। কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বে ছাড়তে হয়েছে দল। সবশেষ বিশ্বকাপে পছন্দের তালিকায় ছিলেন না পর্তুগাল জাতীয় দলের কোচেরও।

আরও পড়ুন: রোনালদো প্রতিদিন ঘুম থেকে উঠলেই পাবেন ৬ কোটি টাকা 

শেষ পর্যন্ত হার মানতে হয়েছে রূঢ় বাস্তবতার কাছে। ইউরোপ শাসন করা ক্রিস্টিয়ানো রোনালদো খেলবেন সৌদি আরবের লিগে- এ যেনো অবিশ্বাস্য লাগে ভক্তদের কাছে!

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!