স্মার্ট দেশ গড়তে শিক্ষাব্যবস্থাও স্মার্ট হতে হবে: শিক্ষামন্ত্রী
<![CDATA[
নতুন বই দেয়ায় ঝরে পড়ার হার কমেছে। ডিজিটাল যুগ শেষে এখন হবে স্মার্ট বাংলাদেশ। তাই শিক্ষাব্যবস্থাকেও স্মার্ট হতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী।
শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও সৃজনশীল মানুষ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে। যোগ্য ও সৃজনশীল মানুষ হতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে স্কাউটের সাথে যুক্ত হতে হবে। নতুন কারিকুলামের এই বইয়ের মাধ্যমে কারগরি দক্ষতা বাড়বে।
আরও পড়ুন: নববর্ষে নতুন বইয়ে খুশি রাইসারা
পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন শিক্ষামন্ত্রী- তাই সকাল থেকেই উৎসাহের সঙ্গে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকে শিক্ষার্থীরা। চোখে মুখে প্রাপ্তির রেশ, সঙ্গে নতুন বইয়ের গন্ধে যেন অন্যরকম আনন্দ। বছরের প্রথম দিন তাই শিক্ষার্থীদের উচ্ছ্বাস বাঁধভাঙা।
এবার ২০২৩ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক ও দাখিল, ভোকেশনাল, শিক্ষক নির্দেশিকা, কারিগরি ও ব্রেইল স্তরের ১ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ৯৫৮ জন শিক্ষার্থীর মাঝে ২৩ কোটি ৮২ লাখ ৭০ হাজার ৫৮৮ টি বই বিতরণ করার ব্যবস্থা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
]]>