খুলনায় লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
<![CDATA[
কর্মীদের দেড় ঘণ্টার চেষ্টায় খুলনায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বগিটি উদ্ধার কাজ শেষ হয়।
বগি উদ্ধারের পর সোয়া ২ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে দুপুর সোয়া ২ টার দিকে দৌলতপুর জংশনের ৮১ নাম্বার গেট এলাকায় সৈয়দপুরের শান্তাহার থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটির গার্ড বগি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন: খুলনায় ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ সাময়িক বন্ধ
দৌলতপুর রেল স্টেশন মাস্টার আব্দুল ওহাব বিশ্বাস বলেন, সৈয়দপুরের শান্তাহার থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হওয়ার পর দুপুর ৩টার দিকে উদ্ধারের কাজ শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে রেলওয়ের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শেষ করে। বগি লাইনচ্যুতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
]]>




