ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে ৪০ হাজার মানুষের চলাচল
<![CDATA[
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে আট গ্রামের ৪০ হাজার মানুষ। বিকল্প কোনো পথ না থাকায় ভাঙা সেতুর সঙ্গে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করেন এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী ও গ্রামবাসীরা।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) সরেজমিনে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর বাজারে জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়দের চলাচল করতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, বারবার বলার পরও দীর্ঘদিনে সেতুটির সংস্কারে স্থানীয় প্রশাসন উদ্যোগ না নেয়ায় এর ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে গ্রামবাসী সেতুতে উঠতে বাঁশের সাঁকো নির্মাণ করে। এতে প্রতিদিন পারাপারে আট গ্রামের প্রায় ৪০ হাজার মানুষের দুর্ভোগ পড়তে হয়। বাজার ছাড়াও কায়েমপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, ইউনিয়ন ভূমি অফিসসহ পাঁচটি বিদ্যালয়, দুটি মাদ্রাসা ও একটি এতিমখানার সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ ওই সেতুটি। বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন গ্রামবাসী।
আরও পড়ুন: প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই যাদের চলাচল!
তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু জানান, নতুন সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে জানানো হয়েছে। গ্রামবাসীর সুবিধার্থে দ্রুতই পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের আশ্বাস দেন তিনি।
২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অধীনে কাশিনাথপুর বাজারের পাশে ফুলছড়ি খালের ওপর প্রায় ৩২ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়।
]]>




