তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
<![CDATA[
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওই তিন নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট সাড়ে ছয় ঘণ্টা, আরিচা-কাজিরহাট নৌরুট সাড়ে সাত ঘণ্টা ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত ৩টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করে। এ সময় ফেরি চলাচলের জন্য বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় ওই তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এতে মাঝনদীতে আটকা পড়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ‘জালাল’, ‘হাসনাহেনা’, ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’, আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ‘কুঞ্জলতা’ ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি ‘মেমিলিয়া’।
আরও পড়ুন: ঘন কুয়াশা: মাঝ পদ্মায় ৫টি ফেরি আটকা
দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় আটকা পড়েছে শত শত ছোট-বড় যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ের এজিএম মো. সালাম মিয়া বলেন, ‘কুয়াশার মাত্রা কমে আসায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড়াও নৌরুটে যানবাহনের চাপ বেড়ে গেছে। যানবাহন আসার সঙ্গে সঙ্গে আমরা ঘাটে নোঙর করা ফেরিতে লোড দিয়ে রাখছি। বাকিগুলো সিরিয়াল অনুসারে পার করা হবে।’
]]>




