ইরানে বাসিজ বাহিনীর কমান্ডারকে গুলি করে হত্যা
<![CDATA[
ইরানে অভিজাত বিপ্লবী গার্ডসের (আইআরজিসি) বাসিজ বাহিনীর কমান্ডার কাসিম ফাতুল্লাহিকে গুলি করে হত্যা করা হয়েছে।
ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে তার বাড়ির সামনে মঙ্গলবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে চার রাউন্ড গুলি করে।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাসনিম বার্তা সংস্থা জানায়, ফাতুল্লাহি দক্ষিণ তেহরানের মোখতারি পাড়ায় নিরাপত্তা ঘাঁটির একজন কমান্ডার ছিলেন। তিনি বাসিজের একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন, যারা তেহরানের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
আরও পড়ুন: ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্টকে নিষিদ্ধ করবে ব্রিটেন
ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় কুর্দস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির হত্যা দিবসে যখন ইরানজুড়ে স্মরণ করা হচ্ছে, ঠিক সেদিনই কাসিম ফাতুল্লাহিকে হত্যার ঘটনা ঘটল। হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে ইরানের পুলিশ ও গোয়েন্দা সংস্থা।
দেশটির নিরাপত্তা হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে চলমান ১০০ দিনেরও বেশি সময় ধরে গণবিক্ষোভের মাথায় একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটল।
]]>




