বিনোদন

বরগুনায় ছাগল পেল জেলেরা

<![CDATA[

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরগুনায় ২০ জেলেকে ৪০টি ছাগল দেয়া হয়েছে। সেই সঙ্গে ছাগল পালনের জন্য ২০টি ঘরও প্রদান করা হয়।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় আমতলী উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গণে এ ছাগল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম।

ছাগল বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আমতলী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান ও মেরিন ফিসারিজ কর্মকর্তা এসএম ফারাহসহ আরও অনেকে।

আরও পড়ুন: জয়পুরহাটে শীতবস্ত্র বিতরণ

আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার জানান, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ছাগল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!