ছাত্রলীগের দুই গ্রুপের কর্মসূচি ঘিরে বরগুনায় পুলিশ মোতায়েন
<![CDATA[
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে বরগুনা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভোর থেকেই বরগুনা শহরের বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার শহরে দুই গ্রুপই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে।
আরও পড়ুন: ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার
পুলিশ জানায়, কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বরগুনা জেলা ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত। বেশ কিছুদিন ধরেই এই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ কারণে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশের পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: মেধাভিত্তিক ছাত্ররাজনীতি গড়ে তুলতে হবে: ছাত্রলীগ সভাপতি
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ জানান, জেলা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই পুলিশ এ উদ্যোগ নিয়েছে।
]]>




