খেলা

পেলের নামে কেপভার্দের জাতীয় স্টেডিয়ামের নামকরণ

<![CDATA[

ফুটবল সম্রাট পেলের শেষকৃত্য অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কিংবদন্তির সম্মানার্থে বিশ্বের প্রতিটি দেশে একটি করে স্টেডিয়াম তার নামে করার অনুরোধ করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রথম দেশ হিসেবে নিজেদের জাতীয় স্টেডিয়ামকে পেলের নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে কেপভার্দে।

আফ্রিকার দেশটির প্রধানমন্ত্রী ইউলিসিস কোরেইরা এ সিলভা এ ঘোষণা দিয়েছেন বলে ফিফা তাদের এক প্রতিবেদনে জানায়।

ইউলিসিস তার ঘোষণায় বলেন, ‘পেলেকে সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। সে ব্রাজিল, পর্তুগিজভাষী দেশ এবং পুরো পৃথিবীতে একজন আইকন। একাধিক প্রজন্মকে তিনি একত্রিত করেছেন। পৃথিবীকে একত্রিক করার সে শক্তি খেলাধুলার আছে।’

এরপর কেপভার্দের প্রধানমন্ত্রী পেলের নামে নিজেদের স্টেডিয়ামের নামকরণের ঘোষণা দিয়ে বলেন, ‘তার (পেলে) মতো মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতি হিসেবে আমাদের জাতীয় স্টেডিয়ামের নাম ‘পেলে স্টেডিয়াম’ রাখা হবে। আমি বিশ্বাস করি, পৃথিবীর আরও অনেক দেশই এই পথে হাঁটবে।’

আরও পড়ুন: পেলেকে ভালোবাসায় ভক্তদের কৃতজ্ঞতা প্রকাশ ছেলের

কেপভার্দের রাজধানী প্রাইয়ারে অবস্থিত জাতীয় স্টেডিয়ামটি ১৫ হাজার আসনবিশিষ্ট। ২০১৪ সালে এ স্টেডিয়ামটির উদ্বোধন করা হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেন ফুটবলের সম্রাট পেলে। ৩ জানুয়ারি তার শেষকৃত্য অনুষ্ঠানে  পেলের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সারাবিশ্বের প্রতি আবেগঘন বক্তব্য দেন ফিফা সভাপতি ইনফান্তিনো।

তার বক্তব্যে প্রতিটি দেশকে অনুরোধ জানান ফুটবলসম্রাটের নামে একটি করে স্টেডিয়াম নির্মাণের। স্থানীয় সংবাদকর্মীদের তিনি বলেন, ‘আমরা বিশ্বের প্রতিটি দেশকে অনুরোধ করব তাদের একটি স্টেডিয়াম যেন পেলের নামে নামকরণ করা হয়।’ শিশুরা যেন ফুটবলসম্রাটের গুরুত্ব বুঝতে পারে সেটা ভেবেই তিনি এই প্রস্তাব করেন।

আরও পড়ুন: মাঠে নামছে আল-নাসের, খেলতে পারবেন না রোনালদো

তিনি আরও বলেন, ‘পেলে চিরন্তন। ‘রাজা’র প্রাপ্য সম্মান অবশ্যই ফিফা দেবে। আমরা বিশ্বের সব ফুটবল ফেডারেশনকে প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করতে বলেছি এবং ২১১টি দেশকে বলেছি, তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়।’

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!