৯ দিন বিরতি দিয়ে ভারত জোড়ো যাত্রা শুরু
<![CDATA[
নয় দিন বিরতির পর আবারও শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। দিল্লি থেকে উত্তর প্রদেশের পথে শুরু হওয়া এ যাত্রায় অংশ নিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের হাজার হাজার সমর্থক। তবে বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। খবর এনডিটিভির।
শীতকালীন বিরতির পর মঙ্গলবার (৩ জানুয়ারি) ভারতের দিল্লির কাশ্মীরি গেট থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। পরে গাজিয়াবাদের লোনি সীমান্তে তাদের স্বাগত জানান উত্তর প্রদেশের কংগ্রেস সমর্থকরা। সেখান থেকে উত্তর প্রদেশের পথে ভারত জোড়ো যাত্রায় যোগ দেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীসহ সমর্থকরা। এ অবস্থায় সড়কে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত বছরের সেপ্টেম্বর থেকে তৃণমূল স্তরে কর্মীদের মধ্যে সংযোগ ও জনসাধারণের সঙ্গে যোগাযোগ বাড়াতেই শুরু হয় ‘ভারত জোড়ো যাত্রা’। এখন পর্যন্ত তিন হাজার কিলোমিটার রাস্তা পেরিয়ে কংগ্রেস সমর্থকরা উত্তর প্রদেশ যাত্রা করছেন। এ যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী ৬ জানুয়ারি হরিয়ানায় প্রবেশ করবে। পরে ১১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে পাঞ্জাবে। এ ছাড়া ২০ জানুয়ারি জম্মু-কাশ্মীরে যাবে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। দীর্ঘ ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১২টি রাজ্য অতিক্রম করে যাত্রা শেষ হবে কাশ্মীরের শ্রীনগরে গিয়ে।
আরও পড়ুন: রাহুলের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে চিঠি কংগ্রেসের
এদিকে, লোনিতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানিয়ে যাত্রায় শামিল প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন। পরে সেখানে দেয়া বক্তব্যে দাদা রাহুল সম্পর্কে আবেগপ্রবণ হয়ে প্রিয়াঙ্কা বলেন, আম্বানি-আদানিরা বহু রাজনীতিবিদ থেকে সংবাদমাধ্যমকে কিনে নিলেও রাহুল গান্ধীকে কিনতে পারেনি। এজেন্সি দিয়ে তাকে চুপ করিয়ে দেয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪-এর লোকসভা ভোট সামনে রেখে গত ৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় তামিলনাড়ুর কন্যাকুমারীতে একটি সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচির উদ্বোধন করেন দলটির নেতারা।
আরও পড়ুন: দুই সপ্তাহে ভারতে তৃতীয় রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
পাঁচ মাসে দীর্ঘ ৩ হাজার ৫৭০ কিলোমিটার পাড়ি দিয়ে ১২টি রাজ্য অতিক্রম করে এই লংমার্চ শেষ হবে সর্ব-উত্তরের রাজ্য কাশ্মীরের শ্রীনগরে গিয়ে। গত প্রায় চার মাসে ‘ভারত জোড়ো যাত্রা’ ১০টি রাজ্য ছুঁয়েছে। সবশেষ গত শনিবার (২৪ ডিসেম্বর) হরিয়ানা পেরিয়ে দিল্লি প্রবেশ করে এটি।
]]>